আজকের বার্তা
আজকের বার্তা

ভারতে ৮০ মেট্রিক টন তরল অক্সিজেন সরবরাহ করছে সৌদি


আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২১ ১:৩৩ অপরাহ্ণ ভারতে ৮০ মেট্রিক টন তরল অক্সিজেন সরবরাহ করছে সৌদি
Spread the love
বার্তা ডেস্ক ॥
ভারতে অক্সিজেনের ঘাটতির কারণে হাসপাতালে মারা যাচ্ছে একের পর এক করোনা রোগী। এবার ভারতের সহযোগিতায় এগিয়ে এসেছে সৌদি আরব। দেশটিকে ৮০ মেট্রিক টন তরল অক্সিজেন সরবরাহ করেছে সৌদি। সৌদি আরবে ভারতীয় দূতাবাস বিষয়টি নিশ্চিত করেছে । ছবি পোস্ট করে ২৪ এপ্রিল রিয়াদে ভারতীয় দূতাবাস জানিয়েছে, কোভিড-১৯ রোগীদের জন্য প্রয়োজনীয় অক্সিজেনের সংকট মোকাবিলায় সহায়তা করতে ভারতে ৮০ মেট্রিক টন তরল অক্সিজেন পাঠিয়েছে সৌদি আরব। ভারতীয় দূতাবাস তাদের টুইটারে আরও লিখেছে, ‘ভারতে অতি প্রয়োজনীয় ৮০ মেট্রিক টন তরল অক্সিজেন পাঠাতে আদানি গ্রুপ ও মেসার্স লিনডের সঙ্গে অংশীদার হতে পেরে ভারতীয় দূতাবাস গর্বিত। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়কে তাদের সাহায্য, সমর্থন ও সহযোহিতার জন্য আন্তরিক ধন্যবাদ।’