আজকের বার্তা
আজকের বার্তা

বরিশালে ধর্ষিতার বিয়ে হলো ধর্ষকের সাথে ৩ লাখ টাকা দেনমোহর


আজকের বার্তা | প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৩ ১০:০৮ পূর্বাহ্ণ বরিশালে ধর্ষিতার বিয়ে হলো ধর্ষকের সাথে ৩ লাখ টাকা দেনমোহর

মোঃ জিয়াউদ্দিন বাবুঃ ধর্ষিতার বিয়ে হলো ধর্ষকের সাথে বৃহস্পতিবার দুপুরে বরিশাল জেলা কারাগারে দায়িত্বপ্রাপ্ত জেলার এর উপস্থিতে ৩ লাখ টাকা দেনমোহরে কাজীর মাধ্যমে বিয়ে সম্পন্ন হয়। এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী হুমায়ুন কবির।

 

তিনি মামলা নথির বরাদ দিয়ে আজকের বার্তাকে জানান, আসামী বাবুগঞ্জের ভুতেরদিয়া নতুন চর এলাকায় অধিবাসী মোঃ মাজেদ খান এর ছেলে শওকত হোসেন খান (২৫) গত ২০২০ সনের ১৫ ই জানুয়ারী রাত্র ৮ টার সময় বরিশাল জেলার বাবুগঞ্জ থানার দক্ষিন ভুতের দিয়া গ্রামের মোঃ মোকছেদ আলী চৌকিদার পরিত্যক্ত রান্না ঘরের মধ্যে বিয়ের কথা বলে সোনিয়া আক্তার (১৯) কে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। তাদের সাথে অনেক আগেই থেকেই প্রেমের সম্পর্ক ছিলো বলে মামলায় উল্লেখ করা হয়। ঘটনার দিন আসামী শওকত হোসেন খান বিয়ের কথা বলে ধর্ষণ করে।

 

পরবর্তী বিয়ের কথা অস্বীকার করলে ২০২০ সনের ২১ এপ্রিল সোনিয়া আক্তার বাদী হয়ে ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেন। ২০২০ সনের ১ ডিসেম্বর বাবুগঞ্জ থানা পুলিশ মামলার চাজর্শীট দেন। মামলার পর ধর্ষককে পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারের পর বরিশাল আদালত থেকে জামিন না পেয়ে হাইকোর্টের জামিনের আবেদন করেন। ২০২১ সনের ১ লা সেপ্টেম্বর হাইকোর্টের বিচারপতি এস রেজাউল হক ও বদরুজামান জমিন শুনানীর পর হাইকোর্ট এই মর্মে নির্দেশ দেন যে ধর্ষিতাকে বিয়ে করলে জামিন দেয়া যেতে পারে। বিয়ে করার পর হাইকোর্টে বিয়ের কাবিন নামা দাখিলের কথাও বলা হয়। এ সব তথ্য দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী হুমায়ুন কবির।

 

বৃহস্পতিবার ধর্ষককের সাথে ধর্ষিতার বরিশাল জেলা কারাগারের দায়িত্ব প্রাপ্ত জেলার এর উপস্থিতে ৩ লাখ টাকা দেন মোহরে কাজীর মাধ্যমে বিয়ে সম্পন্ন হয়। এ মামলায় আগামী তারিখ রাখা হয়েছে ২০২৩ সনের ১২ ফেব্রুয়ারী। বিয়ের কাবিননামা এ তারিখের মধ্যে উচ্চতর আদালতে জমা দেবার পর জামিনের ব্যাপারে চিন্তাভাবনা করা হবে বলে বেঞ্চ সহকারী জানান।