আজকের বার্তা
আজকের বার্তা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষের ক্লাস শুরু ১লা ফেব্রুয়ারি


আজকের বার্তা | প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৩ ১:৫৪ অপরাহ্ণ বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষের ক্লাস শুরু ১লা ফেব্রুয়ারি
Spread the love

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ক্লাস শুরু হবে আগামী ১লা ফেব্রুয়ারি। গত বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

এতে বলা হয়, ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ক্লাস আগামী ১লা ফেব্রুয়ারি থেকে শুরু হবে। এ জন্য সংশ্লিষ্ট সব বিভাগকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন উপাচার্য অধ্যাপক ছাদেকুল আরেফিন মাতিন।

 

এ বছর বিশ্ববিদ্যালয়টিতে ৯০টি আসন বাড়িয়ে ১ হাজার ৪৯০ করা হয়েছে। এর মধ্যে বিজ্ঞান ও প্রকৌশল এবং জীববিজ্ঞান অনুষদে আসন সংখ্যা ৬০০টি। সামাজিক বিজ্ঞান, কলা ও মানবিক এবং আইন অনুষদে আসন ৫৯০টি আর ব্যবসা শিক্ষা অনুষদে আসন রয়েছে ৩০০টি।