আজকের বার্তা
আজকের বার্তা

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত আহত ৪


আজকের বার্তা | প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৩ ১:৪০ অপরাহ্ণ ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত আহত ৪

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে একই পরিবারের আরও চারজন। বৃহস্পতিবার সকালে ঝালকাঠি-বরিশাল সড়কের ঢাপড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শিশুসহ একই পরিবারের পাঁচ সদস্য লঞ্চ যোগে ঢাকা থেকে বরিশাল আসে। সেখান থেকে ঝালকাঠি সদর উপজেলার জয়সী গ্রামে মাহেন্দ্র গাড়িতে রওনা হয়। ঝালকাঠি-বরিশাল সড়কের ঢাপড় এলাকায় পৌছালে রাস্তার পাশে থামানো একটি পিকআপ ভ্যানের ওপর পেছন থেকে উঠিয়ে দেয় মাহেন্দ্র চালক। এতে যাত্রীরা গুরুতর আহত হলে তাদের ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়।

 

এর মধ্যে ৯ বছরের শিশু মার্জানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গুরুতর আহত শিশুর বাবা রুস্তুম মাঝি ও মা সাহিনুর বেগমসহ একই পরিবারের চারজনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাহেদ্রের চালক পালিয়ে যায়।