আজকের বার্তা
আজকের বার্তা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজা উদযাপিত


আজকের বার্তা | প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৩ ১:০৩ অপরাহ্ণ বরিশাল বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজা উদযাপিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে এই পূজা অনুষ্ঠিত হয়।

 

বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মন্দির কমিটির আয়োজনে সকাল ৯ টায় বাণী অর্চনার মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু করেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন দুপুর ১২ টায় মন্দির প্রাঙ্গনে উপস্থিত হয়ে সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময় করেন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।

 

এসময় কলা ও মানবিক অনুষদের ডিন ও রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ মুহসিন উদ্দীন, শিক্ষক সমিতির সভাপতি আরিফ হোসেন, প্রক্টর ড. খোরশেদ আলম, কেন্দ্রীয় মন্দির কমিটির ভারপ্রাপ্ত আহবায়ক ড. বিজন কৃষ্ণ সাহা, সদস্য ড. সুব্রত কুমার দাস, ড. ধীমান কুমার রায়, ড. হেনা রানী বিশ্বাসসহ সনাতন ধর্মাবলম্বী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ৯টি বিভাগের আয়োজনে এবছর সরস্বতী পূজা উদযাপিত হয়। কেন্দ্রীয় মন্দির পরিদর্শন শেষে বিভাগ কর্তৃক আয়োজিত এ পূজাস্থল পরিদর্শন করেন উপাচার্য, ট্রেজারার মহোদয়সহ অন্যান্যরা।

 

মোঃ জুয়েল মৃধা