গত এক সপ্তাহে বরিশাল ভার্চুয়াল আদালত থেকে ৭২ জনের জামিন
আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২১ ৫:৪৩ অপরাহ্ণ
Spread the love
মোঃ জিয়াউদ্দিন বাবু ॥
গত এক সপ্তাহে বরিশাল ভার্চুয়াল আদালত থেকে ৭২ জনের জামিন হয়েছে। ওই আদালতের বিচারক ও বরিশাল জেলা ও দায়রা জজ মোঃ রফিকুল ইসলাম ৭ দিনে ভার্চুয়াল আদালতে জামিনের শুনানী শেষে ৭২ জনকে জামিন দেন। ওই আদালতের বেঞ্চ সহকারী হেদায়েত উল্লাহ নবী ওরফে জাকির জানান গত ১ সপ্তাহে বিভিন্ন মামলার ৭২ জন আসামীকে জামিন দেন। এর মধ্যে ১৫ এপ্রিল ১৫ জন, ১৮ এপ্রিল ১৮ জন, ৯ এপ্রিল ৮ জন, ২০ এপ্রিল ১১ জন, ২১ এপ্রিল ১০ জন, ২২ এপ্রিল ১০ জন, ২৩ এপ্রিল ১০ জন, ১৪ এপ্রিল থেকে দেশে লকডাউন শুরু হলে ১৫ ই এপ্রিল থেকে চালু হয় ভার্চুয়াল আদালত। অপর দিকে আইনজীরা জানান ২৮ এপ্রিল থেকে ভার্চুয়াল আদালত নয় আগের মত আদালত শুরু করার জন্য আবেদন জানিয়েছেন সাধারণ আইনজীবীরা। ওই আদালতের বেঞ্চ সহকারী জানান আজ রোববার ভার্চুয়াল আদালত চলবে। পরবর্তী নির্দেশ হাইকোট থেকে না আসা পর্যন্ত ভার্চুয়াল আদালত চলবে।