আজকের বার্তা
আজকের বার্তা

ইসরায়েলি আয়রন ডোমের দুর্বলতা প্রকাশ করে দিয়েছে সিরিয়ার ক্ষেপণাস্ত্র: বিশ্লেষক


আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২১ ১:৩৬ অপরাহ্ণ ইসরায়েলি আয়রন ডোমের দুর্বলতা প্রকাশ করে দিয়েছে সিরিয়ার ক্ষেপণাস্ত্র: বিশ্লেষক
Spread the love
বার্তা ডেস্ক ॥
ইসরায়েলের দিমোনা পরমাণু স্থাপনার কাছে সিরিয়ায় ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের দুর্বলতা প্রকাশ  হয়ে পড়েছে। মধ্যপ্রাচ্যের প্রভাবশালী অনলাইন দৈনিক রায় আল-ইয়াউমের সম্পাদক আব্দেল বারী আতওয়ান তার টুইটার পোস্টে একথা বলেছেন। বৃহস্পতিবার সকালে ইসরায়েলি বিমান লক্ষ্য করে সিরিয়া থেকে ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্র নেজেভ মরুভূমির দিমোনা পরমাণু স্থাপনার ২০ কিলোমিটার দূরে গিয়ে আঘাত হানে। এ সম্পর্কে আব্দেল বারী আতওয়ান বলেন, ইসরায়েল তাদের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে এতদিন যে প্রচার-প্রপাগান্ডা চালিয়ে আসছিল তার জারিজুরি ফাঁস হয়েছে এবং সংঘাতের পুরনো সমস্ত সমীকরণ বদলে যাবে। এই ক্ষেপণাস্ত্রকে আয়রন ডোম শনাক্ত করতে পারেনি এবং একে ভূপাতিত করতে পারেনি। তেল আবিব দাবি করছে, তাদের জঙ্গীবিমান লক্ষ্য করে সিরিয়া থেকে একটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয় কিন্তু সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে দিমোনা পরমাণু স্থাপনার কাছে পড়ে। তবে ক্ষেপণাস্ত্রের গতিপথ দেখে ধারণা করা যায় যে, সম্ভবত দিমোনা পরমাণু স্থাপনা লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে। এই ঘটনার পর বহু গণমাধ্যম ইরানকে এর সঙ্গে জড়ানোর চেষ্টা করেছে। এর কিছুদিন আগে ইরানের নাতাঞ্জ পরমাণু স্থাপনায় অন্তর্ঘাতমূলক হামলা হয়েছে যার জন্য ইসরায়েলকে দায়ী করেছে ইরান।