আজকের বার্তা
আজকের বার্তা

ফজিলাতুন্নেছা মহিলা মাদ্রাসার উদ্দ্যোগে ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত


আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২১ ৫:১৫ অপরাহ্ণ ফজিলাতুন্নেছা মহিলা মাদ্রাসার উদ্দ্যোগে ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত
Spread the love
নিজস্ব প্রতিবেদক ॥
নগরীর হযরত শাহ পরাণ সড়কস্থ ফজিলাতুন্নেছা মহিলা মাদ্রাসার উদ্দোগে ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার ১০ রমজান নগরীর ২৯নম্বর ওয়ার্ড কাশীপুর হযরত শাহ পরাণ সড়কস্থ ফজিলাতুন্নেছা মহিলা মাদ্রাসা হল রুমে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অত্র ফজিলাতুন্নেছা মহিলা মাদ্রাসার পিন্সিপাল মাওলানা.নাসির উদ্দিন । দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন,দুই ভাই,চাচাসহ নৌ পুলিশের ওসি মোঃ আবু তাহের, আল বায়তুল্লাহ জামে মসজিদের সাধারণ সম্পাদক মোঃ সুমন আহমেদ,হাজী শামিম,আবদুল জব্বার হাওলাদার,সাবেক পুলিশ কর্মকর্তা হেমায়েত উদ্দিন,ব্যাবসায়ী শহিদুল ইসলাম, আনিচুর রহমান খান, মোঃ নিজাম হাওলাদার, ঠিকাদার শহীদুল ইসলাম শহিদ,সোহাগ সিকদার,তুষার হোসেন তুহিন,তরিকুল ইসলাম নুর,রাব্বি হাওলাদার,এরিন খান প্রমুখ। দিনি আলোচনা ইফতার ও দোয়া অনুস্ঠানে পিন্সিপাল মাওলানা.নাসির উদ্দিনের মরহুম পিতা ও আত্বিয় স্বজনসহ সকল মরহুম-মরহুমাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। মাগরিব নামাজ বাদ আগত মুসুল্লিদের মাঝে তবারক তুলে দেয়া হয়।