আজকের বার্তা
আজকের বার্তা

বাংলাদেশে এসে থাপ্পড় খেয়েছে নোরা!


আজকের বার্তা | প্রকাশিত: নভেম্বর ২২, ২০২২ ১২:১৭ অপরাহ্ণ বাংলাদেশে এসে থাপ্পড় খেয়েছে নোরা!

সম্প্রতি বাংলাদেশ ঘুরে গেলেন বলিউড ‘আইটেম গার্ল’ নোরা ফাতেহি। ভারতে গিয়ে নোরা জানালেন, বাংলাদেশে এসে থাপ্পড় খেয়েছিলেন তিনি। 

 

ভারতের জনপ্রিয় টিভি অনুষ্ঠান কপিল শর্মা শোয়ে হাজির হয়েছিলেন নোরা ফাতেহি। সেখানে এই তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করেন এই সুন্দরী। তবে ঘটনাটি এবারের নয়। কয়েক বছর আগে। তখন একটি সিনেমার শুটিং করতে ঢাকায় এসেছিলেন নোরা। আর এ সিনেমার শুটিং সেটে তার সহশিল্পী নোরাকে থাপ্পড় মেরেছিলেন।

 

ঘটনার বর্ণনা দিয়ে নোরা ফাতেহি বলেন, ‘একবার বাংলাদেশে শুটিং করার সময় এক অভিনেতা আমার সঙ্গে খারাপ আচরণ করেছিল। যার কারণে প্রথমে আমি তাকে থাপ্পড় মারি এবং সেও আমাকে পাল্টা চড় মারে। আমি তাকে পুনরায় থাপ্পড় মারলে সে আমার চুল টেনে ধরে। এরপর আমাদের মধ্যে বড় ধরনের ঝগড়া লেগে যায়। পরে পরিচালক এসে সেই ঝগড়া থামান।’