আজকের বার্তা
আজকের বার্তা

বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট আসছেন শনিবার


আজকের বার্তা | প্রকাশিত: নভেম্বর ১১, ২০২২ ১২:৪৫ অপরাহ্ণ বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট আসছেন শনিবার
Spread the love

বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার তিন দিনের সফরে আগামীকাল শনিবার বাংলাদেশে আসছেন। এ সময় তার সঙ্গে থাকবেন বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর আবদুলায়ে সেক। বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সফরকালে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট রাইজার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালসহ সরকারের ঊর্ধ্বতন মহলের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া তিনি বিশ্বব্যাংকের সহায়তায় বাস্তবায়িত প্রকল্পও পরিদর্শন করবেন। পাশাপাশি বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের পরবর্তী কান্ট্রি ডিরেক্টর আবদুলায়ে সেককে পরিচয় করিয়ে দেবেন। আবদুলায়ে সেক আগামী ১ জানুয়ারি কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

 

বিশ্বব্যাংক জানিয়েছে, স্বাধীনতার পর বাংলাদেশকে সহায়তাকারী উন্নয়ন সহযোগীদের মধ্যে বিশ্বব্যাংক ছিল অন্যতম। স্বাধীনতার পর থেকে বিশ্বব্যাংক বাংলাদেশকে ৩৭ বিলিয়ন বা ৩ হাজার ৭০০ কোটি মার্কিন ডলারের বেশি অনুদান, সুদমুক্ত ও রেয়াতি সুদের ঋণ প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে।