বানারীপাড়ায় মাদক মামলায় ২ বছরের দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার
আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২১ ৪:১৩ অপরাহ্ণ
Spread the love
রাহাদ সুমন ॥
বরিশালের বানারীপাড়ায় মাদক মামলায় ২ বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামী মোঃ রাজু আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। রাজু উপজেলার বেতাল (আহাম্মদাবাদ) গ্রামের মৃত আঃ মান্নান বেপারী ছেলে। গতকাল শুক্রবার সকালে তাকে বরিশালে কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে ১৫ এপ্রিল গভীর রাতে বানারীপাড়া থানার উপ-পরিদর্শক শফিকুল ইসলামের নেতৃত্বে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি মোঃ হেলাল উদ্দিন জানান মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী রাজুকে গ্রেফতার করে ১৬ এপ্রিল গতকাল শুক্রবার সকালে বরিশালে কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।