রমজানের কোন কিছুর দাম কমছে না বরং বেড়েই চলছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম
আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২১ ৪:১৩ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ॥
রমজানে দামও কমছে না বরং সবকিছুর দাম বেড়েই চলছে। সবচেয়ে বেশী দামে বিক্রি হচ্ছে বিভিন্ন সবজি। গতকাল নগরীর বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে করল্লা বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা, বেগুন ও একই দামে বিক্রি হচ্ছে। পোটল বিক্রি হচ্ছে ৮০ টাকা, লাফা ৬০ টাকা, টমেট ৪০ টাকা, মুলা ৩০ টাকা, করোনার কারনে সবিজ না আসাতে দাম বেড়ে গেছে বলে অনেক ব্যবসায়ী জানান। অপর দিকে মাছে দামও কিছুটা বৃদ্ধি পেয়েছে। রুই কাতলা বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩ শত টাকা করে। তেলাপিয়া ১ শত থেকে ১৫০ টাকা, পাঙ্গাস ১২০ থেকে ১৪০ টাকা, পাপদা ৩ শত টাকা, কৈ ২ শত, পোমা ৩ শত টাকা, সুরমা ৩ শত টাকা, চিংড়ি ৬ শত থেকে ৫ শত টাকা এভাবেই বিভিন্ন মাছে দাম বেড়ে গেছে। ব্রয়লার মুরগী বিক্রি হচ্ছে ১৪০ টাকা, সোনালী ২৪০ টাকা, লেয়ার ২৪০ টাকা করে বিক্রি হচ্ছে। লেবু ৩০ টাকা হালি বিক্রি হচ্ছে কলা বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা করে হালি। গরুর মাংস বিক্রি হচ্ছে ৫৫০ থেকে ৫৮০ টাকা করে।