Agaminews
Agaminews Banner

রমজানের প্রথম জুম্মায় মসজিদে মুসল্লীদের ভীড়


আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২১ ৪:১৩ অপরাহ্ণ রমজানের প্রথম জুম্মায় মসজিদে মুসল্লীদের ভীড়
মোঃ জিয়াউদ্দিন বাবু ॥
রমজানের প্রথম জুম্মায় নগরীর মসজিদ গুলোতে মুসল্লীদের ভীড় দেখা গেছে। জুম্মার নামাজের আযানের আগে অনেক মুসল্লীদের মসজিদে আসতে দেখা গেছে। রমজানের প্রথম জুম্মায় আযানের সাথে সাথে মুসল্লীদের ভীড় দেখা গেছে। প্রতিটি মসজিদে করোনা থেকে মুক্তি পাবার জন্য বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। জুম্মার নামাজ পড়তে আসা বেশীর ভাগ মুসল্লি মাস্ক পরে এলেও সামাজিক দুরত্ব বজয় রাখতে দেখা যায়নি। প্রতিটি মসজিদে কানায় কানায় পরিপুর্ণ হয়ে যায়। করোনার ভয় দুরে ঠেলে মসজিদে উপস্থিত হয়ে জুম্মার নামাজ আদায় করেছেন। নামাজ আদায়ের জন্য মুসল্লীদের যেতে কেউ বাধা দেয়নি।