আজকের বার্তা
আজকের বার্তা

বরিশালে ১১ দফা দাবী আদায়ের লক্ষে শিক্ষক সম্মেলন


আজকের বার্তা | প্রকাশিত: অক্টোবর ২২, ২০২২ ১:৪৯ অপরাহ্ণ বরিশালে ১১ দফা দাবী আদায়ের লক্ষে শিক্ষক সম্মেলন
Spread the love

নিজস্ব প্রতিবেদকঃ শিক্ষা ব্যবস্থা জাতীয় করণ সহ ১১ দফা আদায়ের লক্ষে ঐক্যবদ্ধ দূর্বার আন্দোলন গড়ে তোলার আহবান জানিয়ে বৈষম্যহীন- বিজ্ঞানমনস্ক-অসাম্প্রদায়িক-এক মুখী শিক্ষার দাবী জানিয়ে বরিশাল জেলা ও মহানগর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২২) অক্টাবর সকাল ১১টায় নগরীর প্রান কেন্দ্র সদররোডস্থ কির্তনখোলা মিলনায়তন সভা কেন্দ্রে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) বরিশাল জেলা ও মহানগর শাখার আয়োজনে এই সম্মলন অনুষ্ঠিত হয়।

 

উপাধাক্ষ মোঃ আনোয়ারুল হকের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন (বাকবিশিস) কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. প্রফেসর আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ আকমল হোসেন,অধ্যক্ষ মোঃ জলিলুর রহমান,অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম,অধ্যক্ষ আনিসুর রহমান ও অধ্যক্ষ জাকির হোসেন, অধ্যাপক আব্দুস ছালাম,অধ্যাপক মনিরুজ্জামান শাহীন, অধ্যাপক দেবশিষ চক্রবর্তী, অধ্যাপক রেখা খানম, অধ্যাপক কামলা চৌধুরী,উপাধাক্ষ জাকির হোসেন, অধ্যাপক বাদল বিশ্বাস,অধ্যাপক আফজাল হোসেন,অধ্যাপক শাহ্ আজিজুর রহমান খোকন, অধ্যাপক বিপ্লব দাশ প্রমুখ।

 

সম্মেলনে প্রধান অতিথি,বিশেষ অতিথি সহ বিভিন্ন বক্তারা এসময় বলেন, দেশে একটি অসম্প্রদায়িক গণতান্ত্রিক শিক্ষা অভিন্ন বৈষম্যহীন বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষে জোরদার সংগ্রাম করার আহবান জানান।

 

এসময় আরো বলেন, শিক্ষক সমাজকে শুধুমাত্র শিক্ষা ক্ষেত্রে বিদ্যমান সমস্যা সংকটকে উপলব্দি নয় বরং দেশের সামগ্রিক অর্থনৈতিক রাজনৈতিক সংকটের মূলে কিতা অনুধাবনের জন্য আহবান জানান।