আজকের বার্তা
আজকের বার্তা

রুবেল হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ


আজকের বার্তা | প্রকাশিত: অক্টোবর ২২, ২০২২ ১:২৩ অপরাহ্ণ রুবেল হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ
Spread the love

বরিশালের মাইক্রোবাস চালক রুবেল খান হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও গাড়ি উদ্ধার করা সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বরিশালে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে নিহতের পরিবার এবং সংগঠনের সদস্যরা।

শনিবার সকাল ১০ টায় নগরীর সদররোডে ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচি পালন করে তাঁরা।

 

বরিশাল জেলা মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম নান্টুর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, নিহত রুবেলের স্ত্রী, মা ও বাবা সহ জেলা মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি বেল্লাল গাজী, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, কোষাধাক্ষ মনিরুজ্জামান, আবুল কালাম আজাদ, সোহাগ হাওলাদার, সোহাগ খান ও ফোরকান চৌকিদার প্রমুখ।

 

উল্লেখ, গত ১৭ অক্টোবর গোপালগঞ্জের কাশিয়ানী এলাকা থেকে চালক রুবেলের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা মোকসেদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।