আজকের বার্তা
আজকের বার্তা

মঠবাড়িয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত


আজকের বার্তা | প্রকাশিত: অক্টোবর ২২, ২০২২ ১:০৪ অপরাহ্ণ মঠবাড়িয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
Spread the love

“আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২২ পালিত হয়েছে।

 

আজ শনিবার সকালে এ উপলক্ষে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পৌর শহরে এক বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণসহ পথচারিদের মাঝে সচেতনতা মূলক লিফলেট বিতরন করা হয়।

 

পরে উপজেলা পরিষদ মিলনায়াতনে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক ঊর্মি ভৌমিক এর সভাপতিত্বে ও প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ ফেরদৌস ইসলাম, সরকারী হাতেম আলী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তোফাজ্জেল হোসেন মানিক,থানার সেকেন্ড অফিসার এসআই আব্দুল কুদ্দুস, উপজেলা সহকারী সেটেলমেন্ট অফিসার সৈয়দ মীর আব্দুল মান্নান, মোমেনিয়া দাখিল মাদ্রাসার সুপার ওহেদুজ্জামান শাহজাহান, ট্রাফিক পুলিশের সার্জেন্ট তরিকুল ইসলাম, সাংবাদিক মজিবর রহমান, মনির আকন জুলফিকার আমিন সোহেল, উয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. মিজানুর রহমান প্রমূখ।

 

এসময় বক্তারা বলেন, মঠবাড়িয়া উপজেলায় সড়ক দুর্ঘটনার প্রধান কারন ট্রাফিক আইন মেনে না চলা, শহরে মধ্যে দিয়ে আঞ্চলিক মহাসড়ক থাকা, নিয়ন্ত্রনহীন বেপরোয়াভাবে এ আঞ্চলিক সড়কে যত্রতত্র ইজিবাইক, অটোরিক্সা, নছিমন, করিমন চালান, শহরের ভিতরে সরু রাস্তায় যেখানে সেখানে গাড়ি পার্কিং, অল্প বয়সী শিশুদের দিয়ে অটোরিক্সি ড্রাইভিং করানো, বিভিন্ন সড়কের মোড়ে ট্রাফিক সাইন, সতর্কতামূলক চিহ্ন না থাকা, চলন্ত গাড়িতে চালকের হেডফোন ব্যবহার।

 

সড়ক দুর্ঘটনার রোধে আমাদের সচেতন হতে হবে। অদক্ষ, অপ্রাপ্ত বয়স্ক চালক, সহযোগীদের দিয়ে গাড়ি চালানো বন্ধ করতে হবে। সেই সাথে ফিটনেস বিহীন গাড়ি চালানো থেকে বিরত থাকতে হবে। এ সকল বিষয়গুলো খেয়াল করে গাড়ি চালালে সড়ক দূর্ঘটনাটা কমে আনা সম্ভব বলে দাবী করেন বক্তারা।

 

মিজানুর রহমান মিজু/ মঠবাড়িয়া (পিরোজপুর)