আজকের বার্তা
আজকের বার্তা

কাউখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, একজনের কারাদন্ড


আজকের বার্তা | প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২২ ১২:১৪ অপরাহ্ণ কাউখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, একজনের কারাদন্ড
Spread the love

পিরোজপুরের কাউখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মা ইলিশ ধরায় এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মোছা.খালেদা খাতুন রেখা।

 

দন্ডপ্রাপ্ত ব্যক্তি সুবিদপুর গ্রামের রুস্তম হাওলাদারের ছেলে রিয়াজ হোসেন(২০)। উপজেলা মৎস্য অফিসার ফনি ভুষন পাল এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, রবিবার সন্ধ্যায় মা ইলিশ সংরক্ষণ ও ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ এবং নৌ পুলিশ অভিযান চলাকালে সুবিদপুর এলাকার সন্ধ্যা নদীতে মাছ ধারার সময় এক যুবককে আটক করে। অভিযানে তিন হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক যুবককে ১৫ দিনের বিনাশ্রম জেল দেয়া হয়। এছাড়া পুড়িয়ে ফেলা হয় জব্দ হওয়া কারেন্ট জাল।

 

রবিউল হাসান রবিন/কাউখালী