আজকের বার্তা
আজকের বার্তা

ভান্ডারিয়ায় গরু চুরির প্রতিবাদে মানববন্ধন


আজকের বার্তা | প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২২ ১:২৪ অপরাহ্ণ ভান্ডারিয়ায় গরু চুরির প্রতিবাদে মানববন্ধন
Spread the love

পিরোজপুরের ভান্ডারিয়ায় গরু চোরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এলাকাবাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছে। চোরের উৎপাত বন্ধের প্রতিবাদে শনিবার বিকাল সোয়া ৫টায় উপজেলার ভিটাবাড়ীয়া ইউনিয়নের মঞ্জু মার্কেটে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। এ সময় বক্তব্য রাখেন সমাজ সেবক মো: খালেদ খান, আব্দুল মন্নান বাবু, মো. তুহিন হাওলাদার।

 

বক্তারা বলেন, সম্প্রতি ভিটাবাড়ীয়া ইউনিয়ন থেকে গভীর রাতে ৭ গরু সহ বিগত দিনে প্রায় শতাধিক গরু চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অনেক অসহায় পরিবার নিঃস্ব হয়েছে। তাই গরু চোরদের উৎপাত বন্ধে থানা পুলিশের টহল জোড়দার ও চোরদের আটক করার দাবি জানানো হয়।

 

মোঃ সামসুল ইসলাম আমিরুল/ভান্ডারিয়া