আজকের বার্তা
আজকের বার্তা

মঠবাড়িয়ায় স্কুল ছাত্রী অপহরণের চেষ্টা,থানায় অভিযোগ


আজকের বার্তা | প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২২ ১২:৪০ অপরাহ্ণ মঠবাড়িয়ায় স্কুল ছাত্রী অপহরণের চেষ্টা,থানায় অভিযোগ
Spread the love

মঠবাড়িয়া প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় স্কুল ছাত্রী অপহরণ চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে রবিবার (১৬ অক্টোবর) মঠবাড়িয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

 

জানা গেছে, আমুয়া চালিতাবুনিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ওই ছাত্রী ঘটনার দিন স্কুল থেকে দাউদখালী বাড়িতে যাওয়ার সময় বৈশাখী আক্তার নামে এক সহপাঠী সহ ইজিবাইকে ওঠে। গাড়ি ছাড়ার পর কয়েকজন বখাটে ওই একই গাড়িতে ওঠে। কিছুদূর গিয়ে বৈশাখী তার বাড়ির সামনে নেমে গেলে মিলা নামে ওই ছাত্রীকে উত্যক্ত করা শুরু করে বখাটেরা।বাড়ির সামনে নামিয়ে দিতে বললে ইজিবাইকটি বেপরোয়া গতিতে চালানো শুরু করে তারা। এ সময় চলন্ত গাড়ি থেকে ওই ছাত্রী নেমে যাওয়ার চেষ্টা করলে ইজিবাইকের চালকের সহযোগিতায় গাড়িতে থাকা জ্ঞাত ও অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে জোরপূর্বক আটকিয়ে রাখার চেষ্টা করে। দুর্বৃত্তদের সাথে দস্তাদস্তির সময় ওই ছাত্রী গাড়ী থেকে পড়ে গিয়ে একটি হাত ও একটি দাঁত ভেঙ্গে যায়।

 

খোঁজ নিয়ে জানা গেছে, অপহরন চেষ্টার সময় ওই ছাত্রী ১২৮ নং মধ্য দাউদখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গাড়ি থেকে পড়ে গেলে বিদ্যালয়ের শিক্ষকরা এগিয়ে এসে ভিকটিমকে উদ্ধার করে। শিক্ষকরা দুর্বৃত্তদের চিনতে পারায় তারা নাম প্রকাশ না করার হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে এ ঘটনার পর ভিকটিমকে (আমুয়া) কাঁঠালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেবাচিমে রেফার করেন।

 

আমুয়া চালিতাবুনিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল আলম জানান, খবর পেয়ে আমরা ৬ জন শিক্ষক ঘটনাস্থলে গিয়েছি।ছাত্রীর পরিবারের সাথে যোগাযোগ করেছি।কাঁঠালিয়া উপজেলা নির্বাহী অফিসারকে তাৎক্ষণিকভাবে অবগত করেছি।কাঁঠালিয়া থানায় বিষয়টি জানানোর পর তারা মঠবাড়িয়া থানায় লিখিত অভিযোগ দিতে বলেছে।এ ঘটনায় একটি রেজুলেশন করা হয়েছে। ঘটনার প্রতিবাদে মানববন্ধন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহাঃ নূরুল ইসলাম বাদল জানান, ভিকটিমের স্কুল কাঁঠালিয়া থানা এলাকায় কিন্তু বাড়ি মঠবাড়িয়া থানা এলাকায়।ঘটনাও ঘটেছে মঠবাড়িয়া থানা এলাকায়। এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।