আজকের বার্তা
আজকের বার্তা

‘নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত থাকতে পারে ডেঙ্গুর প্রকোপ’


আজকের বার্তা | প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২২ ১২:২৪ অপরাহ্ণ ‘নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত থাকতে পারে ডেঙ্গুর প্রকোপ’
Spread the love

দেশে বর্তমানে ঊর্ধ্বমুখী রয়েছে ডেঙ্গু আক্রান্তের হার। এর ফলে মানুষের মধ্যে ডেঙ্গু আতঙ্ক বিরাজ করছে। হাসপাতালগুলোতে আলাদা ওয়ার্ড তৈরি করেও চাপ সামলানো যাচ্ছে না।

 

চলতি বছরের শুরু থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ৮৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। এ বিষয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞ ও চিকিৎসকরা বলছে, মশা নিধনে কার্যকরী কোনো ব্যবস্থা নিতে পারছে না সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। লার্ভা নিধনে অভিযান ও প্রচারণা চালানো হলেও বাস্তবিক অর্থে মশায় অতিষ্ঠ নগরবাসী।

 

সরেজমিনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ কয়েকটি হাসপাতালে ডেঙ্গু রোগীর ভিড় দেখা যায়। হাসপাতালের চিকিৎসকরা জানান, অক্টোবর মাসের প্রথম ১২ দিনে ১১৯ শিশু ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছে। ঢাকা মেডিকেল, মুগদা জেনারেলসহ কয়েকটি হাসপাতালে রোগীরা শয্যা সংকটে মেঝেতে বিছানা পেতে চিকিৎসা নিচ্ছেন।

 

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ আব্দুস সবুর খান বলেন, ‘ডেঙ্গু বিস্তার সাধারণত সেপ্টেম্বরের মাঝামাঝি কমে আসে। কিন্তু এবার পরিস্থিতি অন্য রকম মনে হচ্ছে, অক্টোবর মাস এখন প্রকোপ বাড়ছে। যা উদ্বেগজনক দিকে যাচ্ছে। মনে হচ্ছে এবার ডেঙ্গু প্রকোপ নভেম্বর মাঝামাঝি বা মাসের শেষ পর্যন্ত থাকতে পারে।’