বরিশালের আগৈলঝাড়ায় বৃহস্পতিবার সকালে দুর্ঘটনা কবলিত লোকাল বাসটি ওই দিন রাত একটার দিকে জমি থেকে টেনে উদ্ধার করা হয়েছে। গাড়িটি উদ্ধারের পরে গাড়ির নীচে চাপা পড়া ওই গাড়ির হেলপার মো. রাকিব সরদারের (১৬) লাশও উদ্ধার করা হয়।
থানার এসআই শফিউদ্দিন জানান, শুক্রবার সকালে নিহতের সুরতহাল রিপোর্ট তৈরী করে তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। নিহত হেলপার রাকিব গৌরনদী উপজেলার বেজগাতি গ্রামের সিরাজুল ইসলামারে ছেলে।
বেপরোয়া গতির গোল্ডেন লাইন পরিবহনের চালক ও কর্তৃপক্ষর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন নিহতর রাকিবের পরিবারের সদস্যরা।
ঘটনার সত্যতা স্বীকার করে থানা অফিসার ইন চার্জ মো. গোলাম ছরোয়ার জানান অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে উপজেলার পয়সারহাট বাসস্ট্যান্ড থেকে বরিশালগামী যাত্রিবাহী লোকাল বাস শাওন-সাগর আগৈলঝাড়ার ফুল্লশ্রী বাইপাস এলাকায় পৌঁছলে ঢাকা থেকে পয়সারহাটগামী বেপরোয়া গতির যাত্রীবাহী গোল্ডেন লাইন পরিবহনেটি (ঢাকা মেট্রো-ব-১৪-৮৬৮২) সাইড দিতে গিয়ে পাশের জমিতে পতিত হয়। এতে লোকাল বাসের অন্তত ২০জন যাত্রী আহত হয়। দুর্ঘটনার পরই গোল্ডেন লাইন পরিবহনের চালক আগৈলঝাড়া উপজেলার গৈলা গ্রামের সবুজ সরদার পরিবহন চালিয়ে পালিয়ে যায়।
তপন বসু/আগৈলঝাড়া