বরগুনার আমতীতে জমির কাগজ দেখানোর কথা বলে ঘর থেকে ডেকে নিয়ে চাচাকে ভাতিজা মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত চাচা নিজাম হাওলাদারকে স্বজনরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। বুধবার রাত ১১ টার দিকে উপজেলার মধ্য তারিকাটা গ্রামে এই ঘটনা ঘটে।
জানাগেছে, উপজেলার মধ্য তারিকাটা গ্রামের নিজাম উদ্দিন হাওলাদারকে ভাতিজা সোহেল হাওলাদার জমির কাগজপত্র দেখানোর কথা বলে ঘরে ডেকে নেয়। পরে তাকে ভাজিতা বেধরক মারধর করে। তার ডাক চিৎকারে স্বজনরা এগিয়ে আসলে ভাতিজা সোহেল পালিয়ে যায়। এতে চাচা নিজাম হাওলাদারের শরীরের বেশ জখম হয়। দ্রুত স্বজনরা তাকে উদ্ধার করে ওইদিন রাত ১২ টার দিকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসা দিন রয়েছেন। এ ঘটনার পরপর ভাতিজা সোহেল পলাতক রয়েছে।
আহত নিজাম উদ্দিন হাওলাদার বলেন, ভাতিজা সোহেল জমির কাগজপত্র দেখানোর কথা বলে ঘরে ডেকে নিয়ে আমাকে বেধরক মারধর করেছে। আমি এ ঘটনার বিচার চাই।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুমন খন্দকার বলেন, আহত নিজাম হাওলাদারের শরীরের জখমের চিহৃ রয়েছে। তাকে হাসপাতালে যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে।
আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মোঃ জসিম উদ্দিন সিকদার/আমতলী-বরগুনা