স্বজনের শেষকৃত্যে যোগ দিতে গিয়ে ভারতের পশ্চিমবঙ্গে গঙ্গায় নেমে সেলফি তুলতে গিয়ে ভেসে গেছেন ৬ যুবক। মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল সোয়া ১১টার দিকে কলকাতার অদূরে নিমতলা শ্মশানঘাটে এ ঘটনায় ৩ জনকে জীবিত উদ্ধার করা হয়।
তবে এখনও নিখোঁজ রয়েছেন ৩ জন। নিখোঁজদের উদ্ধারে কাজ করছেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। পুলিশ জানিয়েছে, কলকাতার ৩৬ নম্বর ওয়ার্ডের এক ব্যক্তির শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেন স্থানীয় কয়েকজন যুবক। শেষকৃত্যানুষ্ঠান শেষ করে গঙ্গায় নামেন তারা। তাদের মধ্যে অনেকেই সাঁতার জানতেন না। গঙ্গায় নামার সময়ই তীব্র জোয়ার শুরু হয়। তখন তাদের মধ্যে বেশ কয়েকজনকে সেলফি তুলতে দেখা গেছে। সে সময় স্রোতে ভেসে যান তারা।