বরিশাল জেলার মুলাদী উপজেলা বিএনপি পূর্ণগঠন উপলক্ষে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শহীদ আঃ রব সেরনিয়াবাদ প্রেস ক্লাবে এসভা অনুষ্ঠিত হয়।
মুলাদী উপজেলা শাখার সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আঃ ছত্তার খানের সভাপতিত্বে ও উপজেলা শাখা সাধারন সম্পাদক আসাদ মাহমুদের পরিচালনায় কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল উত্তর জেলা বিএনপি আহবায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোঃ শহিদুল্লাহ।
এসময় আরও বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপি সদস্য সচিব মিজানুর রহমান মুকুল (ভিপি) মুকুল, কবীর আফসারী, ওয়াহেদ হারুন, মাস্টার আনসার উদ্দিন, পিন্টু সিকদার, আবিদুর রহমান শরীফ, গিয়াস উদ্দিন মাওলানা, মসিউর রহমান বেল্লাল, রুহুল আমিন আকন, বীর মুক্তিযোদ্ধা কতুব, ইসকান্দার আলী বাঘা, আব্দুস সামাদ লালন, ইউসুফ আলী প্যাদা, বাবুল হাওলাদার, সবুজ সরদার, মোস্তাফা কামাল লিটু, ভিপি ছালাম কবীর, আলমগীর সিকদার সহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি সম্পাদক বৃন্দ।
এসময় প্রধান অতিথি ও প্রধার বক্তার দৃষ্টি আকর্ষন করে ইউনিয়ন প্রর্যায়ের সভাপতি ও সম্পাদক বৃন্দ সহ তৃণমূলের বিভিন্ন বক্তারা মুলাদী উপজেলা শাখাকে আন্দোলন-সংগ্রামে আরো বেগবান করার লক্ষে বিগত দিন সহ বর্তমানে কর্মী বান্ধব নেতা সাবেক সভাপতি আঃ ছত্তার খানকে পুনরায় সভাপতি পদে বহাল রাখার জোড় উত্থাপন করেন।