আজকের বার্তা
আজকের বার্তা

বাবুগঞ্জে মা ইলিশ নিধন থামছে না


আজকের বার্তা | প্রকাশিত: অক্টোবর ১০, ২০২২ ১:০৫ অপরাহ্ণ বাবুগঞ্জে মা ইলিশ নিধন থামছে না
Spread the love

বাবুগঞ্জ প্রতিনিধিঃ সরকার মা ইলিশ মাছ রক্ষা ও জাটকা নিধন বন্ধের জন্য ৭অক্টোবর থেকে ২২দিনের জন্য ইলিশ নিষেধাজ্ঞা জারি করে কিন্তু ওই বিধিনিষেধর তোয়াক্কা না করে জেলেরা বেপরোয়াভাবে বাবুগঞ্জের সন্ধ্যা, সুগন্ধ্যা ও আড়িয়াল খাঁ নদীতে এ সময় মা ইলিশ নিধন কোনোক্রমেই থামাতে পারেছেনা প্রশাসন।

আলাদা আলাদাভাবে নদীগুলোর শাখা প্রশাখায় এ পযর্ন্ত কয়েক কয়েকশ মিটার কারেন্ট জাল উদ্ধার হলেও জেলেরা অবাধে মা ইলিশ নিধন করে চলছে। রোববার ও সোমবার সকালে উপজেলা প্রশাসন সন্ধ্যা,সুগন্ধ্যা ও আড়িল খাঁ নদী থেকে ৫২ হাজার মিটার জাল উদ্ধার চারজনকে আটক করা হয়েছে।

উপজেলার জেলে কাওছার ও আলিম সরদার জানান, প্রশাসনকে ফাঁকি দিয়ে জেলেরা ফাঁকে ফাঁকে নদীতে জাল ফেলছে। তাতে কম বেশি কিছু মা ইলিশ নিধন হচ্ছে। তারা আরও জানান, এ বছর উপজেলা মৎস্য অফিস থেকে তেমন কোনো প্রচার প্রচারনা না করার কারনে নদীতে জেলেরা জাল ফেলে মা ইলিশ শিকার করছে।

জানা যায়, উপজেলা মৎস্য কর্মকর্তা শিমুল রানী পাল নয়া কৌশল করে অন্য উপজেলা থেকে নৌকা ও মাঝি আনার কারনে মাঝিরা তিনটি নদীর কোন দিকে গিয়ে জেলেদের আটক ও জাল উদ্ধার করবেন তা তারা জানেন না। এ কারনে স্থানীয় জনগন মৎস্য কর্মকর্তা উপর ক্ষোভ প্রকাশ করছেন। তিনটি নদীতে প্রকাশ্যে দিবালকে জেলেরা মাছ ধরছে এমন সচিত্রটি সামাজিক যোযোগের মাধ্যমে ভাইরাল হওয়ার পরও মৎস্য কর্মকর্তা অনড় রয়েছেন। র্দূবল অভিযানের ফলে এরকম দায়সারাভাবে মা ইলিশ রক্ষা কার্যক্রম চলছে বলে একটি সূত্র জানায়।

এ বিষয় উপজেলা মৎস্য কর্মকর্তা শিমুল রানী পাল জানান, কিছু অসাধু জেলেরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নদীতে জাল ফেলে মা ইলিশ ধরার চেষ্টা করছেন। বাবুগঞ্জে শত শত ট্রলার থাকা সত্বেও অন্য উপজেলা থেকে ট্রলার ও মাঝি আনার বিষয় জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

উপজেলা নির্বাহী অফিসার নুসরাত ফাতিমা জানান, আমাদের অভিযান অব্যাহত রয়েছে, ইতিমধ্যে বেশ কয়েকজন জেলেকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং মাছ বহন করায় দুইজনকে জরিমানার আওতায় আনা হয়েছে।

মোঃ শাহজাহান খান/বাবুগঞ্জ