নিজস্ব প্রতিবেদকঃ ঝালকাঠী জেলার সুতালরী খালের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর পানিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগ এর সহ সভাপতি কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি।
প্রতিমন্ত্রী মহোদয় নদী ভাঙ্গল কবলিত এলাকা পরিদর্শনে গেলে তাকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঝালকাঠি, নলছিটি ২ আসনর সংসদ সদস্য আমির হোসেন আমুর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানায় ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেলা পরিষদের চেয়ারম্যান খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র, পৌর আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ,ওয়ার্ড কাউন্সিলরবৃন্দরা।
এ সময় উপস্থিত ছিলেন, ঝালকাঠি জেলার অতিরিক্ত পুলিশ সুপার, মাইনুল হক (পিপিএম সেবা) বরিশাল পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মোঃনুরুল ইসলাম সরকার,বরিশাল পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, মোঃসবিবুর রহমান সহ নেতৃবৃন্দরা। প্রতিমন্ত্রী স্পিড বোর্ড যোগে সুতালরী খালের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা গ্রহনের নির্দেশনা প্রদান করেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের।