মোঃ জিয়াউদ্দিন বাবুঃ হিজলায় চাঞ্চল্যকর সাখাওয়াত হত্যার অভিযোগ প্রমানিত হওয়ায় ২ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। এছাড়া অভিযোগ প্রমানিত না হওয়ায় ৯ জনকে খালাস দেয়া হয়েছে। গতকাল বরিশাল জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের জজ টি এম মুসা ওই রায় প্রদান করেন।
ওই আদালতের বেঞ্চ সহকারী সবুজ আহমেদ জানান, দন্ডপ্রাপ্ত আসামীরা হলো বরিশাল জেলার হিজলা থানার নরসিংহপুর গ্রামের সুমন সরদার ওরফে চৌকিদারকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড (আমৃত্যু নহে) সহ ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। রায় ঘোষণার পর পরই আসামীকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। অপর আসামী সোহল সরদার কে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। রায় ঘোষনার সময় সোহেল পলাতক থাকায় বিচারক গ্রেফতারী পরোয়ানা জারীর নির্দেশ দেন।
মামলার নথি সূত্রে জানা গেছে, ২০১০ সনের ২৪ নভেম্বর বরিশাল জেলার হিজলা থানার কাউরিয়া গ্রামের বাদী ছত্তার বেপারির ছেলে ভিকটিম মোঃ সাখাওয়াত মটর সাইকেল চালাত ভাড়ায়। ঘটনার দিন আসামীরা বাদীর পুত্র সাখাওয়াত কে এবং তার চালিত মটর সাইকেল সহ অপহরন করে নিয়ে যায়। এরপর হিজলা থানার দোড়ালিয়া রাস্তার সংলগ্ন পশ্চিম পাশে মন্টু বয়াতীর জমিতে মোঃ সাখাওয়াত কে খুন করে। এরপর মাটি চাপা দিয়ে মটর সাইকেল নিয়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে ২০১০ সনের ২৮ নভেম্বর মামলা হয়। মামলা হবার পর পুলিশ মাটি চাপা দেয়া অবস্থায় বাদীর পুত্রের লাশ উদ্ধার করে। ২০১৪ সনের ৭ মে মামলার চার্জশীট দেন ডিবি পুলিশের এস আই মতিয়ার রহমান আদালত ৩৩ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে গতকাল ওই রায় দেন। অভিযোগ প্রমানিত না হওয়ায় সুমন সরদার, মোঃ উজ্জাল চৌকিদার, মোঃ রিয়াজ সিকদার, সাহেদ সিকদার, নজরুল সরদার, মোঃ জাহাঙ্গীর কাজী, মনির তালুকদারকে খালাস দেন আদালত।