গলাচিপায় ১৬ টি গাঁজা গাছসহ ১ জন গাঁজা চাষী গ্রেফতার
আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২১ ৪:১৩ অপরাহ্ণ
মোঃ জামাল আকন ॥
পটুয়াখালীর গলাচিপায় ১৬ টি গাঁজা গাছসহ মোঃ রফিকুল ইসলাম মোল্লা (৩৭) নামের এক গাজাঁ চাষীকে গ্রেফতার করেছে গলাচিপা থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার শেষ বিকেলে অভিযান চালিয়ে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের পশ্চিম কাচারিকান্দা তার নিজের পানের বরজ এর ভিতরে চাষ করা গাঁজা গাছসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি একই গ্রামের বাসিন্দা মোঃ মোতাহার মোল্লার ছেলে। এ ব্যাপারে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আর শওকত আনোয়ার জানান, গ্রেফতারকৃত ব্যক্তি নিজে স্বীকার করে অতিরিক্ত লাভের আশায় তিনি গাঁজা চাষ করেছেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি অভিযোগ দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে।