আজকের বার্তা
আজকের বার্তা

বরিশালে বিএনপির বিশাল শোক র‌্যালি


আজকের বার্তা | প্রকাশিত: অক্টোবর ০৬, ২০২২ ২:০৫ অপরাহ্ণ বরিশালে বিএনপির বিশাল শোক র‌্যালি
Spread the love

নিজস্ব প্রতিবেদকঃ সাম্প্রতিক কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থানে ৫ জন নেতা নিহত হওয়ার প্রতিবাদে এবং তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বরিশালে শোক র‌্যালি করেছে মহানগর বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মহানগর বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১টায় এই শোক র‌্যালি অনুষ্ঠিত হয়।

র‌্যালির আগে মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সদস্য সচিব মীর জাহিদুল কবির।

এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি যুগ্ম-আহবায়ক জিয়া উদ্দিন সিকদার , আলতাফ মাহমুদ সিকদার, হাবিবুর রহমান টিপু, আলহাজ্ব কে.এম শহিদুল্লাহ, মাকসুদুর রহমান মাকসুদ, সিনিয়র সদস্য আ.ন.ম সাইফুল ইসলাম আজিম সহ অন্যান্যরা।

সমাবেশ শেষে দলীয় কার্যালয় চত্ত্বর থেকে একটি শোক র‌্যালি বের হয়ে ফজলুল হক এভিনিউ, চকবাজার ও কাঠপট্টি রোড হয়ে ফের দলীয় কার্যালয় চত্ত¡রে গিয়ে শেষ হয়।

এর আগে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল দলীয় কার্যালয় চত্ত¡রে জড়ো হয়। বিএনপি’র কর্মসূচী উপলক্ষ্যে সদর রোড সহ আশপাশের এলাকায় মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ।

জেলার সংবাদ এর আরো খবর