আজকের বার্তা
আজকের বার্তা

আমি তো মাত্র ২ জনকে বিয়ে করেছি: শাকিব খান


আজকের বার্তা | প্রকাশিত: অক্টোবর ০৬, ২০২২ ১২:৪১ অপরাহ্ণ আমি তো মাত্র ২ জনকে বিয়ে করেছি: শাকিব খান
Spread the love

বেশ কিছুদিন ধরে ঢালিউডের সুপারস্টার শাকিব খান ব্যক্তিগত জীবন নিয়ে বেশ সমালোচিত হচ্ছেন। নায়িকা বুবলীকে বিয়ে ও দুজনের সন্তান শেহজাদ খান বীরের প্রকাশ্যে আসার পর এ সমালোচনার মধ্যে শুরু হয়েছে।

এবার ঢালি পাড়ায় গুঞ্জন শোনা যাচ্ছে, উঠতি অভিনেত্রী পূজা চেরির সাথে প্রেম চলছে। তবে সম্প্রতি গণমাধ্যমে এক সাক্ষাৎকারে সব গুঞ্জনকে যেন উড়িয়ে দিয়ে শাকিব খান জানালেন, ‘এখন সুখের সংসার করতে চাই’। তিনি বলেন, আমি তো কমপক্ষে এখন পর্যন্ত শতাধিক ছবিতে অভিনয় করেছি। তাই বলে আমি কি প্রত্যেক নায়িকার সঙ্গেই প্রেম-বিয়ের সম্পর্কে জড়িয়েছি। সবার সঙ্গে কি আমার স্ক্যান্ডাল আছে। আমি তো মাত্র দুজনকে বিয়ে করেছি। বাকি যেসব খবর রটেছে সবই তো গুঞ্জন। ব্যক্তিগত জীবন নিয়ে অভিনেতা বলেন, চলচ্চিত্র নায়কের ঊর্ধ্বে আমি কিন্তু একজন মানুষ, আর মানুষ হিসেবে আমারও ব্যক্তিগত একটি জীবন আছে। সেই জীবনে নানা ঘটনা ঘটতেই পারে।