একজন কাউন্সিল চাইলেই পদ ছেড়ে দেব। আমি চাই নতুন নেতৃত্ব আসুক। বিদায় নেওয়ার জন্য আমি প্রস্তুত। আজ বৃহস্পতিবার (৬ অক্টোবর) আওয়ামী লীগের কাউন্সিলে নেতৃত্বে কোনো চমক থাকছে কী না এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।
যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফর পরবর্তী প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলনে অংশ নিয়ে তার নেতৃত্বাধীন সরকারের নানা অর্জন তুলে ধরেন শেখ হাসিনা।