এশিয়া কাপে নিজেদের তৃতীয় ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মালয়েশিয়াকে মাত্র ৪১ রানে অলআউট করে বিশাল জয় পেয়েছে বাংলাদেশ নারী দল। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
ব্যাট হাতে শুরুটা আশানুরূপ হয়নি। তবে পরে ঠিকই সেটা পুষিয়ে দিয়েছিলেন দুই ব্যাটার। এরপর বল হাতে পুরো ম্যাচ জুড়েই আধিপত্য বিস্তার। মাঝে তৃষ্ণা করলেন অভিষেকেই হ্যাটট্রিকের কীর্তি। এমন সব ঘটনার ম্যাচে বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। মুর্শিদা খাতুন আর অধিনায়ক নিগার সুলতানার দারুণ দুই ফিফটি শুরুর ঝাপটা সামলে বাংলাদেশকে এনে দিয়েছিল ১২৯ রানের বড় পুঁজি। এরপর রান তাড়া করতে নেমে মাত্র ৪১ রানে অল আউট হয়ে যায় মালয়েশিয়া। টাইগ্রেসদের জয় ৮৮ রানে।