আজকের বার্তা
আজকের বার্তা

বামনায় বিদ্যুস্পৃষ্টে ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু


আজকের বার্তা | প্রকাশিত: অক্টোবর ০১, ২০২২ ১:৫১ অপরাহ্ণ বামনায় বিদ্যুস্পৃষ্টে ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু
Spread the love

বামনা সংবাদদাতাঃ বরগুনার বামনায় বিদ্যুস্পৃষ্টে মোঃ মহারাজ (১৪) নামের এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়। শিক্ষার্থী মহারাজ বামনা উপজেলা সদর ইউনিয়নের পোটকাখালী গ্রামের সুলতানের পুত্র এবং বামনা সরকারী সারওয়ারজান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র।

জানাযায়, আজ শনিবার পাশের ঘরের সজলের স্ত্রীর অনুরোধে নারিকেল পাড়ার জন্য গাছে উঠলে নারিকেলের ডেগা ধরে টান দিলে পাশ দিয়ে বয়ে যাওয়া বৈদ্যতিক তারে লাগলে, তাৎক্ষণিক বিদ্যুস্পৃষ্ট হয়ে বৈদ্যতিক তারের সাথে ঝুলে ঘটনা স্থলেই মারা যায়। স্থানীয়রা বামনা ফায়র সার্ভিস ও পুলিশকে খবর দিলে ফায়ার সার্ভিসের চৌকস দল তারের ঝুলন্ত লাশ নিচে নামিয়ে আনতে সক্ষম হন।

বামনা থানার অফিসার ইনচার্জ মোঃ বশির আলম জানান, কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।