জাপানে অনুষ্ঠিত সম্মেলনে জলবায়ু ও পরিবেশের জন্য মিথ্যা সমাধানের প্রতিবাদে বরিশাল ক্যাবের সাধারন সম্পাদক জনাব রনজিৎ দত্ত এর সভাপতিত্বে আজ শনিবার সকাল ১০টায় বরিশাল অশ্মিনি কুমার টাউন হলের সামনে বি ডব্লিউ জি ই ডি ও প্রান্তজনের যৌথ উদ্যোগে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। এই মানব বন্ধনে বরিশালের পরিবেশ কর্মি, সুশীল সমাজের প্রতিনিধি, এন জি ও প্রতিনিধি সহ সাধারন মানুষ অংশগ্রহন করেন।
মানব বন্ধনে বক্তারা বলেন, আমরা আর মিথ্যা সমাধান চাই না। এই জলবায়ু বিপর্যয় হলে আমাদেও জীবনযাপনে অনেক সমস্যা হবে। আমরা চাই জাপান এবং জাপানি কোম্পানিগুলো সত্যিকার সমাধানের দিকে অগ্রসর হবে। জাপান আমাদেও সঠিক ভাবে সাহায্য করলে আমরা খুব দ্রুত নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমার্ত্রা অর্জন করতে পারবো।
মানব বন্ধনে বক্তারা আরো বলেন, হাইড্রোজেন, এমোনিয়া, সিসিএস এবং পারমানবিক বিদ্যুৎকেন্দ্রগুলো যে আসলে সমাধান না এটা বোঝাতে আমরা কর্মসূচী গ্রহন করবো। বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া বা ফিলিপাইনের মতো দেশে যেখানে জাপানের উল্লেথযোগ্য বিনিয়োগ রয়েছে সেসব দেশে কর্মসূচী গ্রহন করতে আমারা আমন্ত্রন করছি। বক্তারা আরো বলেন পৃথিবী একটি ভয়ংকর অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা যদি সময় থাকতে সচেতন না হই তাহলে আমরা একটি ভয়ংকর পরিস্থিতির মধ্যে পরতে পারি যা আমরা কখনই চাই না।
মানব বন্ধনে অন্নন্যদের মধ্যে বক্তব্য রাখেন ম্যাপ এর নির্বাহী পরিচালক শুভংকর চক্রর্তী, রান এর নির্বাহী পরিচালক মোঃ রফিকুল আলম, বেলার সমন্বয়কারী লিংকন বায়েন, এন ভি এস এর নির্বাহী পরিচালক মোঃ শওকত আলী বাদল, সি ডি পি এর সমন্বয়কারী এ জেড এম রাশেদ, উন্নয়ন কর্মী ইব্রাহিম হামিদ মাসুম সহ শতাধিক পরিবেশ কর্মী।