আজকের বার্তা
আজকের বার্তা

প্রথমারের মতো ভারতে ফাইভ-জি চালু


আজকের বার্তা | প্রকাশিত: অক্টোবর ০১, ২০২২ ১২:৩৬ অপরাহ্ণ প্রথমারের মতো ভারতে ফাইভ-জি চালু
Spread the love

প্রথমারের মতো ভারতে ফাইভ-জি মোবাইল সেবা চালু করা হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) এই মোবাইল প্রযুক্তি উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সংশ্লিষ্টরা জানান, প্রাথমিকভাবে ভারতের কয়েকটি শহরে চালু হবে ফাইভ-জি পরিষেবা। আগামী দুই বছরের মধ্যে সারা দেশে ফাইভ-জি চালু হবে। ভারতের টেলিকম বিভাগ (ডিওটি) জানিয়েছে, প্রথম ধাপে কলকাতা, দিল্লি, মুম্বই, চেন্নাই-সহ কয়েকটি শহরে মিলবে ফাইভ জি। নয়াদিল্লির প্রগতি ময়দানে ১ থেকে ৪ অক্টোবর আয়োজিত হচ্ছে ইন্ডিয়া মোবাইল কংগ্রেস। সেখান থেকেই ভারতের ফাইভ-জি প্রযুক্তির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্টরা বলছেন, ভারতের এক তৃতীয়াংশের বেশি মোবাইলে ২০৩০ সালের মধ্যে ফাইভ-জি পরিষেবা চালু হয়ে যাবে।