আজকের বার্তা
আজকের বার্তা

আফগানিস্তানে ভয়বহ বিস্ফোরণ, নিহত ১৯


আজকের বার্তা | প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২২ ১২:৩২ অপরাহ্ণ আফগানিস্তানে ভয়বহ বিস্ফোরণ, নিহত ১৯
Spread the love

আফগানিস্তানের রাজধানী কাবুলের শিক্ষা প্রতিষ্ঠানে আত্মঘাতী বিস্ফোরণে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে বলে জানা গেছে। আহত হয়েছে আরও ২৭ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

স্থানীয় সময় শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে কাবুলের পশ্চিম দিকে ‘দাস্ত-ই-বার্চি’ এলাকার ‘কাজ এডুকেশন সেন্টারে’ এই বিস্ফোরণ ঘটে। শিক্ষা কেন্দ্রটির কর্তৃপক্ষ বলছে, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার আগে শিক্ষার্থীরা সেখানে অধ্যয়ন করছিল। কাবুলের পুলিশের মুখপাত্র খালিদ জাদরান জানান, হামলায় ১৯ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন। আফগানিস্তানে সাধারণত শুক্রবার স্কুল বন্ধ থাকে। তিনি বলেন, ওই শিক্ষা প্রতিষ্ঠানে একটি প্রবেশিকা পরীক্ষা চলছিল। হামলায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।