আজকের বার্তা
আজকের বার্তা

বাধ্যতামূলক আইসোলেশন তুলে নিচ্ছে অস্ট্রেলিয়া


আজকের বার্তা | প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২২ ১২:২৮ অপরাহ্ণ বাধ্যতামূলক আইসোলেশন তুলে নিচ্ছে অস্ট্রেলিয়া
Spread the love

করোনা মহামারি নিয়ন্ত্রণে জারি করা বাধ্যতামূলক আইসোলেশন বিধিনিষেধ তুলে নিচ্ছে অস্ট্রেলিয়া। বর্তমানে কেউ করোনা আক্রান্ত হলে তাকে বাধ্যতামূলক আইসোলেশনে থাকতে হয় ৫ দিন। আগামী ১৪ অক্টোবর থেকে থাকছে না সেই বিধিনিষেধ।

দেশটিতে মহামারি শুরু হওয়ার পর থেকে কঠোর বিধিনিষেধ চালু হয়। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়ার চিফ মেডিকেল অফিসার পল কেলি বলেছেন, ‘জরুরি অবস্থা’ শেষ হয়ে গেছে। তবে এই প্রফেসর আরো বলেন যে, তবে এর অর্থ কিন্তু এমনটা দাঁড়াচ্ছে না যে মহামারি শেষ হয়ে গেছে। বাধ্যতামূলক আইসোলেশন অন্যান্য বিধিনিষেধের মধ্যে একটি ছিল। ওই চিৎিসক আরও বলেন, বর্তমানে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা কম।