মঠবাড়িয়া প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় অজ্ঞাত দুর্বৃত্তরা পথরোধ করে হামলা চালিয়ে শফিকুল ইসলাম (৩৮) নামে এক জাতীয় পার্টির নেতার পা বিচ্ছিন্ন করে ফেলেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মাঝের পোল ফরাজী বাড়ির সামনে মটরসাইকেলযোগে মঠবাড়িয়া আসার পথে আঞ্চলিক মহাসড়কের ওপর জাতীয় পার্টির এ নেতার ওপর হামলা চালানো হয়। জাতীয় পার্টির (এরশাদ) রাজনীতিতে সক্রিয় আছেন তিনি।
শফিকুল তুষখালী ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এবং তুষখালী গ্রামের আইয়ুব আলীর পুত্র।
হামলার সময় শফিকুলকে বহনকারী মটরসাইকেল চালক বাবু এবং আরেকজন আরোহী সুমন ঘটনাস্থল থেকে দৌঁড়িয়ে পাশের বাড়ি আশ্রয় নিয়ে আত্মরক্ষা করে বলে জানা গেছে। বাবু তুষখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আব্দুর রাজ্জাকের ছেলে এবং সুমন তুষখালী বাজারের ব্যবসায়ী এমাদুল খানের জামাতা।
মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফেরদৌস ইসলাম বলেন, তার শরীরের বিভিন্ন স্থানে কোপের দাগ আছে। পা বিচ্ছিন্ন অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদার জানান, দিনে দুপুরে সন্ত্রাসীরা শফিকুলকে কোপানোর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সন্ত্রাসীদের বহনকারী মাহেন্দ্রাটি আটক করতে পারলে রহস্য উদঘাটন হতে পারে। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।
মঠবাড়িয়া থানার ওসি মুহা. নুরুল ইসলাম বাদল জানান, এ ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদারের ছোট ভাই নাছির হাওলাদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। অভিযান চলছে। ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে বলেও জানান তিনি।