আজকের বার্তা
আজকের বার্তা

মেক্সিকোতে ৬ পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা


আজকের বার্তা | প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২২ ১২:৩৫ অপরাহ্ণ মেক্সিকোতে ৬ পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা
Spread the love

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে ৬ পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। স্থানীয় সময় বুধবার দেশটির উত্তরাঞ্চলীয় জাকাতেকাস প্রদেশে এই ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এএফপি ও এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। জাকাতেকাস প্রদেশের সরকার জানিয়েছে, ক্যালেরা দে ভিক্টর রোজালেস শহরের একটি ক্রীড়া কেন্দ্রে প্রশিক্ষণের সময় পাঁচ পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়।

বিবৃতিতে বলা হয়, ঘটনাস্থলে পৌঁছানোর পরে আরও দুই আইন প্রয়োগকারী কর্মকর্তাকে গুলি করা হয়। যাদের মধ্যে একজন মারা যায়। জাকাতেকাসের গভর্নর ডেভিড মনরিয়াল এই ঘটনার নিন্দা জানিয়েছেন। একইসঙ্গে এই হামলাকে তিনি ‘কাপুরুষোচিত আক্রমণ’ বলেও আখ্যায়িত করেছেন। এছাড়া নিহতদের পরিবার, বন্ধু এবং সহকর্মীদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।