বিজ্ঞান বিভাগের ছাত্র হয়েও এসএসসিতে মানবিকের প্রবেশপত্র পায় কুষ্টিয়ার শিপন আলী। সেই প্রবেশপত্র দিয়ে এর মধ্যে পাঁচটি পরীক্ষা শেষ করলেও শিক্ষক, পরীক্ষা নিয়ন্ত্রক, অভিভাবকসহ কারোরই চোখে পড়েনি বিষয়টি। অবশেষে শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাতে বিষয়টি টের পায় ওই পরীক্ষার্থী। পরদিন তার পদার্থবিজ্ঞান পরীক্ষা ছিল।
এ ঘটনায় দুশ্চিন্তায় অসুস্থ হয়ে পড়ে ওই শিক্ষার্থী। এর পর বিষয়টি বিদ্যালয়ের শিক্ষকদের জানালে তারা তাকে মানবিক বিষয়ে পরীক্ষার প্রস্তুতি নিতে পরামর্শ দেন। এতে সে আরও ভেঙে পড়ে।
দিশেহারা হয়ে একপর্যায়ে সে ওই রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মুঠোফোনে কল করে। শিপনের আকুতি-মিনতি দেখে তাকে আশ্বস্ত করেন ইউএনও। পরে ইউএনওর প্রচেষ্টায় শনিবার পদার্থবিজ্ঞান পরীক্ষা দেয় সে। শিপন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জে এন মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।
সে পৌরসভার মো. শাহিন মণ্ডলের ছেলে। কুমারখালী সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে সে। রোববার বিদ্যালয়ের প্রধান শিক্ষক যশোর বোর্ড থেকে প্রবেশপত্রের ভুল সংশোধন করে এনে দেন। এবং সংশোধনী প্রবেশপত্র নিয়ে সোমবার তিনি বিজ্ঞান বিভাগের রসায়ন বিষয়ের পরীক্ষা সম্পন্ন করেন।
এ বিষয়ে পরীক্ষার্থী মো. শিপন বলেন, ‘আমার ভুল প্রবেশপত্রটি সংশোধন করা হয়েছে। আজ (সোমবার) আমি বিজ্ঞান বিভাগের প্রবেশপত্রে রসায়ন পরীক্ষা দিয়েছি। এখন আর চিন্তা হচ্ছেনা, আমি খুব খুশি। ইউএনও স্যারকে ধন্যবাদ।’