আজকের বার্তা
আজকের বার্তা

খাদ্যবান্ধব কর্মসূচীর তালিকা থেকে বাদ দেয়ার প্রতিবাদে মানববন্ধন


আজকের বার্তা | প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২২ ১:২৪ অপরাহ্ণ খাদ্যবান্ধব কর্মসূচীর তালিকা থেকে বাদ দেয়ার প্রতিবাদে মানববন্ধন
Spread the love

বাউফল প্রতিনিধিঃ প্রধানমন্ত্রীর খাদ্যবান্ধব কর্মসূচীর তালিকা থেকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে নাম বাদ দেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা গ্রামের ২শতাধিক সুবিধাভোগী। সোমবার বাউফল প্রেসক্লাবের সামনে ওই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেয়া একাধিক ভুক্তভোগী জানান, ২০২১ সালের ১১ নভেম্বর নৌকা মার্কার প্রার্থী কামাল হোসেন বিশ্বাস নওমালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর উদ্দেশ্য প্রণোদিতভাবে অনেক সুবিধাভোগীদের নাম তালিকা থেকে বাদ দেন তিনি। এতে সুবিধাবঞ্চিত হন প্রায় ২০০ পরিবার।

তারা বলেন, আমরা গরীব মানুষ। অনেকে নৌকায় ভোট দিয়েছি তারপরও আমাদের খাদ্যবান্ধব কর্মসূচীর তালিকা থেকে নাম কেটে দেয়া হয়েছে। আমরা এখন খেয়ে না খেয়ে দিনাতিপাত করছি।

এ প্রসঙ্গে নওমালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট কামাল হোসেন বিশ্বাস বলেন, অনলাইন রেজিষ্ট্রেশন করতে গিয়ে সুবিধাভোগীরা অনেকে বাদ পড়েছেন। কারন একই ব্যাক্তি সরকারের একাধিক সুবিধাভোগ করতে পারবেন না। নিয়মকানুন না জেনে না বুঝে এরা মানববন্ধন করেছেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমিন বলেন, এ বিষয়ে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।