রাশিয়ায় একটি স্কুলে বন্দুক হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২০ জন। সোমবার (২৬ সেপ্টেম্বর) দেশটির ইজেভস্ক শহরের একটি স্কুলে এই বন্দুক হামলার ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রুশ সংবাদমাধ্যম আরটি।
প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারী নিজ বন্দুকের গুলিতে আত্মহত্যা করেছেন। কী কারণে হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। উদমুর্তিয়া অঞ্চলের গভর্নর আলেকজান্ডার ব্রেচালভ টেলিগ্রামে তাৎক্ষণিকভাবে বলেন, তিনি শহরের স্কুল নং ৪৪-পৌঁছেছেন। নিরাপত্তা বাহিনী এবং অ্যালেম্বুলেন্সও ঘটনাস্থলে গেছে। এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ। স্থানীয় শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্কুল ভবন থেকে শিক্ষার্থী ও শিক্ষকদের দ্রুত উদ্ধার করা হয়েছে।