মসজিদে জমি লিখে দেয়ায় হাতুড়ি দিয়ে পিটিয়ে বাবাকে হত্যার অভিযোগ উঠেছে সন্তানদের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের ছোট ছেলেসহ চারজনকে আটক করেছে পুলিশ।
রোববার (২৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার চর উকিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরশেদ আলী ওই গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে। নিহত আরশেদ আলী ওই গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।
জানা গেছে, ১৫ থেকে ২০ দিন আগে নিহত আরশেদ আলী বাড়ির পাশে চর উকিয়ারা জামে মসজিদের নামে ১০ শতাংশ জমি মৌখিকভাবে দান করেন। জমি দানকে কেন্দ্র করে ছেলেদের সঙ্গে তার কলহের সৃষ্টি হয়।
এরই জের ধরে রোববার সকালে কথা কাটাকাটির একপর্যায়ে দুই ছেলে, ছেলের বউ ও নাতি আরশেদ আলীকে লোহার হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে হত্যা করেন। দুপুর ১২টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।