আজকের বার্তা
আজকের বার্তা

চীনের উপহারের ৫ লাখ টিকা আসছে ১২ মে : পররাষ্ট্রমন্ত্রী


আজকের বার্তা | প্রকাশিত: মে ০৫, ২০২১ ২:৪৬ অপরাহ্ণ চীনের উপহারের ৫ লাখ টিকা আসছে ১২ মে : পররাষ্ট্রমন্ত্রী
Spread the love

বার্তা ডেস্ক ॥
চীনের উপহারের ৫ লাখ কোভিড টিকা আগামী ১২ মে’র মধ্যে দেশে আসছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বুধবার দুপুরে রাজধানীতে সাংবাদিকদের এ কথা জানান। যুক্তরাষ্ট্র থেকে টিকা আনতে চেষ্টা চলছে জানিয়ে মন্ত্রী এ সময় বলেন, এ বিষয়ে শুক্রবার ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সাথে কথা বলা হবে। এর আগে ২৯ এপ্রিল রাশিয়ার পর দেশে চীনের টিকা সিনোভ্যাকের জরুরি অনুমোদন দেন ওষুধ প্রশাসন অধিদফতর। ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক জেনারেল মো: মাহবুবুর রহমান জানান, আগামী এক সপ্তাহের মধ্যে চীনের দেয়া উপহারের ৫ লাখ ডোজ টিকা আসবে। পরে দুই সপ্তাহের মধ্যে এই টিকার প্রয়োগ শুরু হবে। ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার সরবরাহ বন্ধ করে দিলে টিকাদান কার্যক্রম নিয়ে জটিলতার মধ্যে দ্রুত রাশিয়া ও চীনের টিকার অনুমোদন দেয়া হয় দেশে।