বার্তা ডেস্ক ॥ বিএনপির ডাকা অবরোধের তৃতীয় দিনে বৃহস্পতিবার সকালে বরিশাল-কুয়াকাটার অভ্যন্তরীন সড়ক আবদুর রব সেরনিয়াবাত ব্রিজের ঢালে বরিশালগামী যাত্রীবাহি বাসে ইটপাটকেল নিক্ষেপ করে গ্লাস ভাঙচুর ও ঝটিকা মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।
অপরদিকে অবরোধের বিরুদ্ধে নবনির্বাচিত সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত ও বরিশাল সদর আসনের সাংসদ, পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিমের সমর্থিত ছাত্রলীগ নেতাকর্মীরা নগরীর বিভিন্ন সড়কে মোটরসাইকেল মহড়া দিয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে নগরীর রূপাতলীস্থ শহীদ আবদুর সেরনিয়াবাত ব্রিজের ঢালে বরিশালগামী অভ্যন্তরীন রুটের যাত্রাবাহি কয়েকটি বাস ও ট্রাকে ইটপাটকেল নিক্ষেপ করে গাড়ির গ্লাস ভাঙচুর করেছে বিএনপির নেতাকর্মীরা। এরপূর্বে মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক জিয়া উদ্দিন সিকদারের নেতৃত্বে অবরোধ সফল করার লক্ষ্যে ঝটিকা মিছিল বের করে ব্রিজের কাছে এসে বিক্ষোভ করে।