বরিশালে স্বাস্থ্যনিরাপত্তাবিধি অমান্যে ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অর্থদন্ড
আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২১ ৫:০২ অপরাহ্ণ
Spread the love
নিজস্ব প্রতিবেদক ॥
বরিশালে স্বাস্থ্যনিরাপত্তাবিধি অমান্য করায় ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে অর্থদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক। গতকাল শুক্রবার নগরীর বিভিন্ন বাণিজ্যিক এলাকায় পৃথক অভিযানে এই অর্থদ- দেওয়া হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ জানান, নগরীতে স্বাস্থ্যনিরাপত্তাবিধি নিশ্চিতে রূপাতলি, বটতলা, বাংলাবাজার, চৌমাথা, পোর্টরোড, পেঁয়াজপট্টি ও চকবাজার এলাকায় দু’টি অভিযান চালানো হয়। এসময় মাস্ক না পরাসহ স্বাস্থ্যবিধি অমান্যে ১০ ব্যক্তি ও ৪ প্রতিষ্ঠানকে ৬ হাজার ৭শ টাকা অর্থদ- দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী হাকিম সুব্রত বিশ্বাস দাস ও নিরুপম মজুমদার।