আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২১ ২:২৭ অপরাহ্ণ
Spread the love
বার্তা ডেস্ক ॥
করোনা অতিমারীর বিরুদ্ধে লড়াইয়ে এবার ভারতের পাশে থাকার বার্তা দিল বিশ্বের অন্যতম বৃহত্তম টেক জায়ান্ট অ্যাপেল। অ্যাপেলের সিইও টিম কুক মঙ্গলবার টুইট করে করোনা মোকাবেলায় ভারতকে আর্থিক এবং অন্য সাহায্য দেয়ার কথা বলেছেন। গতকাল সোমবারই ভারতের দিকে সাহায্যের হাত বাড়ানোর কথা বলেন গুগল সিইও সুন্দর পিচাই এবং মাইক্রোসফটের সিইও সত্য নাদেল্লা। ভারতে এখন রোজ সাড়ে ৩ লাখের বেশি মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। দ্বিতীয় ঢেউ কার্যত সুনামির মতো আছড়ে পড়েছে দেশে। দেশের বিভিন্ন প্রান্তে অক্সিজেনসহ নানা সরঞ্জামের ঘাটতি দেখা যাচ্ছে। এই অবস্থায় বিশ্বের বিভিন্ন রাষ্ট্র পাশে দাঁড়ানোর বার্তা দিচ্ছে। তেমনই পাশে দাঁড়াচ্ছে বিভিন্ন কর্পোরেট সংস্থাও। গুগল ভারতকে ১৩৬ কোটি টাকা অর্থ সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে। সেই সাথে প্রযুক্তিগত সাহায্যও করবে। মাইক্রোসফটের তরফেও ভারতে সব রকম প্রযুক্তিগত সাহায্য করা হবে বলে জানানো হয়েছে। টিম কুক টুইট করে জানালেন, ‘করোনা মোকাবেলার জন্য ভারতের পাশে রয়েছে অ্যাপেলের গোটা পরিবার। এই সঙ্কট মোকাবিলায় সব রকম সাহায্য করা হবে ভারতকে’। যদিও এটা নিশ্চিত করে কিছু বলা হয়নি বা জানাও যায়নি, কীভাবে এই সাহায্য ভারতের হাতে এসে পৌঁছবে। সরাসরি ভারত সরকারের কোন তহবিলে সেই অর্থ দান করা হবে নাকি ইউনিসেফ বা ওই রকম কোনো তৃতীয় পক্ষের মাধ্যমে সাহায্য এসে পৌঁছবে। এদিকে আমেরিকা, ব্রিটেনের পাশাপাশি জার্মানি, ফ্রান্স, পাকিস্তানও ভারতের এই সঙ্কটকালে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। সব রকমভাবে ভারতের মানুষের পাশে থাকার বার্তা দিয়েছে তারা।