আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২১ ৬:০৭ অপরাহ্ণ
হিজলা প্রতিনিধি ॥
বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের লেমুয়া গ্রামে কাজী বাড়ির সামনে ব্রীজ উদ্বোধন পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সাংসদ পংকজ নাথ তাঁর বক্তব্যে বলেন, টেকশই উন্নয়ন করাই শেখ হাসিনার মূল লক্ষ। সেলক্ষে আমরা বাউসিয়া পুরাতন হিজলা, হরিনাথপুর, আলীগঞ্জ কে নদী ভাঙ্গন রক্ষা করার জন্য স্থায়ীভাবে ব্লোগ দিয়ে বাধ নির্মান করার জন্য ৬শত কোটি টাকার প্রস্তাব পাঠানো হয়েছে একনেকে, যা অতি শিগ্রই অনুমোদন হবে। এছাড়াও হিজলায় খনিজ পদার্থ রয়েছে তা উত্তোলনের জন্য গত মাসে সংশ্লিষ্ঠ দপ্তরকে অনুমোদন দিয়েছে। এসময় অনাস্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ, থানা অফিসার ইনচার্জ অসীম কুমার সিকদার, বরিশাল জেলা আওয়ামীলীগের সদস্য ও আওয়ামীলীগের মনোনিত গুয়াবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক শাহজাহান তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম মিলন, সহ সভাপতি মাস্টার নেয়ামত উল্লাহ, যুগ্ন সাধারন সম্পাদক পন্ডিত সাহাবুদ্দিন আহাম্মেদ, ফারুকুল ইসলাম সরদার, আওয়ামীলীগ নেতা কাজী কামাল উদ্দিন কবির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন, নাজমা বেগম, সহ উপজেলা ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনা শেষে গুয়াবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের মনোনিত নৌকা মার্কার প্রার্থী অধ্যাপক শাহজাহান তালুকদার এর জন্য সকলের কাছে ভোট প্রার্থনা করেন।