আজকের বার্তা
আজকের বার্তা

আমতলী ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে শোকজ


আজকের বার্তা | প্রকাশিত: মার্চ ২৭, ২০২৩ ২:৪৫ অপরাহ্ণ আমতলী ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে শোকজ
Spread the love

বরগুনার আমতলী উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুবুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন (সবুজ) কে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বরগুনা জেলা ছাত্রলীগ। রোববার রাতে জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা ও সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ শোকজ দেওয়া হয়। একইসঙ্গে আগামী তিনদিনের মধ্যে জেলা ছাত্রলীগের কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

 

এ বিষয়ে আমতলী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মাহবুবুল ইসলাম মোবাইল ফোনে বলেন, কী কারণে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে সেটি জানা নাই আমার। জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস‌ এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষেও কোনো ধরনের কর্মসূচি ছিল না আমাদের। তাই এ কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।