আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২১ ৫:২৪ অপরাহ্ণ
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা ॥
পিরোজপুরের কাউখালী উপজেলায় পারিবারিক কলহের জেরে মরিয়ম খানম ওরফে সেলিনা (২৫) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন। গতকাল রবিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত সেলিনা সয়না রঘুনাথপুর ইউনিয়নের জব্দকাঠী গ্রামের অহিদুল ইসলাম মাঝীর স্ত্রী। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দু’ সন্তানের জননী মরিয়ম খানম ওরফে সেলিনার সাথে দীর্ঘদিন ধরে স্বামী অহিদুল মাঝীর সঙ্গে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া-বিবাদ চলে আসছিল। এ নিয়ে গতকাল রবিবার ভোরে সবার অজান্তে বিষপান করেন সেলিনা। পরে পরিবারের লোকজন টের পেয়ে সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম জানান, সেলিনা নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে কাউখালী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।